শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বিজেপির প্রার্থী তালিকা, জমে উঠেছে ভারতের নির্বাচন

মোদি লড়বেন বারানসিতেই মনোনয়ন পাননি আদভানি

নয়াদিল্লি প্রতিনিধি

মোদি লড়বেন বারানসিতেই মনোনয়ন পাননি আদভানি

ভারতের শাসক দল বিজেপি গতকাল সন্ধ্যায় আসন্ন লোকসভা ভোটের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করে। এই তালিকায় বড় চমক : প্রবীণ বিজেপি নেতা পাঁচবারের ৯১ বছরের লালকৃষ্ণ আদভানিকে মনোনয়ন দেওয়া হয়নি। গুজরাটের এমপি গান্ধীনগর কেন্দ্রে এই প্রথম বিজেপি সভাপতি অমিত শাহ প্রার্থী হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথারীতি পূর্বের বারানসি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হবেন কেন্দ্রীয় মন্ত্রী সাবেক টিভি স্টার স্মৃতি ইরানি। তিনি গতবারও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। পরে করা হবে। মথুরা থেকে আগের মতোই বলিউড তারকা হেমা মালিনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসানসোল আসনে গায়ক বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ১৮৪টি আসনের প্রার্থী ঘোষণা করে। কংগ্রেস দল এখন পর্যন্ত ১৪০টি আসনে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে সাবেক তৃণমূল এমপি সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থেকেই প্রার্থী হচ্ছেন। তৃণমূল থেকে আসা বিধায়ক বারাকপুরে প্রার্থী হচ্ছেন। তৃণমূল কংগ্রেস আগেই সব আসনে প্রার্থী দিয়েছে।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে লড়বেন জেনারেল ভিকে সিং। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লক্ষেèৗ ও পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি লড়বেন নাগপুর থেকে। বিজেপি ভারতের ২০ রাজ্যের মধ্যে টিকিট বিতরণ করেছে। ভারতের প্রথম পর্যায়ের ভোট ১১ এপ্রিল।

সর্বশেষ খবর