শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
পাহাড়ে ব্রাশফায়ারে হত্যাকাণ্ড

থামেনি আহাজারি, অভিযান হামলাকারীদের ধরতে

রাঙামাটি প্রতিনিধি

থামেনি আহাজারি, অভিযান হামলাকারীদের ধরতে

রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ার করে সাতজন এবং পরে আওয়ামী লীগের এক নেতাকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত দল। এইসঙ্গে সশস্ত্র হামলাকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৮ ও ১৯ মার্চের হত্যাকাণ্ডের পর পাহাড়ি জনপদজুড়ে বিরাজ করছে আতঙ্ক। নিহত ও আহতদের বাড়িতে থামেনি আহাজারি। সব মিলিয়ে অনেকটাই স্থবির হয়ে আছে পাহাড়ি গ্রামের জনজীবন। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানিয়েছেন, পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশও আছে কঠোর অবস্থানে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার দিন যারা আহত হয়েছিলেন তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশকান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার দুই দিন পার হলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বিলাইছড়ি         থানার ওসি পারভেজ আলী। তিনি বলেন, নিহতদের স্বজনরা এখনো কোনো মামলা কিংবা অভিযোগ করেননি। মামলার কার্যক্রম চলমান রয়েছে।

যৌথ অভিযান : সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। নির্ভরযোগ্য সূত্র জানান, সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ঘটনাস্থলে তদন্ত কমিটি : বাঘাইছড়িতে সাতজনকে ব্রাশফায়ার করে হত্যাকান্ডে র ঘটনাস্থল গতকাল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সাত সদস্য। তারা হলেন কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের ডিডিএলজি (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, বিজিবি বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক নুরুল আমিন, কমিটির সদস্যসচিব রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। মানববন্ধন : হত্যাকান্ডে র প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ গতকাল শেষ হয়েছে। এইসঙ্গে খুনিদের দ্রুত গ্রেফতার দাবিতে রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন শত শত নারী-পুরুষ। উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান নেন। এতে বক্তব্য দেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য আজিজুর রহমান।

সর্বশেষ খবর