শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুর্ঘটনায় প্রাণ গেল আরও ১২ জনের

বেপরোয়া পরিবহন

প্রতিদিন ডেস্ক

একের পর এক প্রাণহানি ঘটানোর পরও সড়কে বেপরোয়া যান চালকদের টনক নড়েনি। ফলে নিহতের তালিকায় যোগ হয়েছেন আরও ১২ জন। গতকাল দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বরিশাল-বানারীপাড়া সড়কে মাহেন্দ্রকে চাপা দিয়ে ১২ জনকে হতাহত করে তাদের ওপর দিয়েই বেপরোয়াভাবে চলে গেছে সেবা পরিবহনের দুর্জয় নামের একটি বাস। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ বরিশাল : বরিশাল-বানারীপাড়া সড়কের তেঁতুলতলা এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নগরীর বিমানবন্দর থানা পুলিশ আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে একটি মাহেন্দ্র আলফা (থ্রি হুইলার) অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা যাচ্ছিল। অপরদিকে বানারীপাড়া থেকে সেবা পরিবহনের ব্যানারে দুর্জয় নামের একটি বাস বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকা অতিক্রম করার সময় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার পরও বাসটি না থামিয়ে ক্ষতিগ্রস্ত মাহেন্দ্র আলফাকে চাপা দিয়ে গন্তব্যের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্র আলফার যাত্রী নগরীর কাশীপুর এলাকার মো. খোকন (৩০) ও গণপাড়া এলাকার বাসিন্দা মাহেন্দ্র চালক মো. সোহেল (২৫), ঝালকাঠির বাসিন্দা বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের ¯œাতকোত্তর ১ম বর্ষের ছাত্রী শিলা হালদার (২৪), বাকেরগঞ্জের মানিক সিকদার (৪০), দুর্গাসাগর এলাকার পারভীন বেগম (৩০) এবং অজ্ঞাতনামা এক নারীকে (৫০) মৃত ষোষণা করেন। আহতদের মধ্যে বাবুগঞ্জের দুর্গাসাগর এলাকার মোকলেছ হাওলাদারের ছেলে তাইউম (৭), তন্নী আক্তার (১৭), বিএম কলেজ ছাত্র মো. সুমন (২৫), দুলাল হাওলাদার (৩০) এবং অজ্ঞাত নামপরিচয়ের এক ছেলে শিশুকে (৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে ৯ ঘণ্টার ব্যবধানে গতকাল সকালে আবার সড়কে ঝরেছে আরেক তাজা প্রাণ। উপজেলা মোগরাপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম (২৭) পটুয়াখালীর বাসিন্দা। কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) আবদুল কাইয়ুম জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে সাইকেলে করে টিপরদি মেঘনা গ্রুপের কর্মস্থলে যাচ্ছিলেন আবু নাঈম। পথে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবু নাঈম মারা যান। মাগুরা : মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩০) নামে লাশবাহী অ্যাম্বুলেন্সের এক চালক নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের বাড়ি গোপালগঞ্জে। মাগুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত এবং অপর পাঁচজন আহত হন। অ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, তারা পরিবারের ৫ সদস্য সালমা বেগমের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। চালকও ঘুমিয়ে পড়ার মতো হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় সাপলেজা সড়কে টমটম (ইট টানার গাড়ি)) উল্টে ইব্রাহীম জমাদ্দার (৩৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ওই সড়কের সোনাখালী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম উত্তর সোনাখালী গ্রামের রফিক জমাদ্দারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, বাড়ি থেকে ইব্রাহীম টমটম নিয়ে ইট আনতে সোনাখালী বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে টমটমটি উল্টে যায়। এতে চালক ইব্রাহীম টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নাটোর : গুরুদাসপুরের চাঁচকৈড়ে ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় অটো ভ্যানের যাত্রী মরিয়ম আক্তার নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মরিয়ম গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। গতকাল বিকাল ৪টার দিকে চাঁচকৈড় বামনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ইঞ্জিনচালিত ভটভটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

সর্বশেষ খবর