রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কিছু ফ্রাঙ্কেনস্টাইন প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না

নিজস্ব প্রতিবেদক

কিছু ফ্রাঙ্কেনস্টাইন প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় কিছু ফ্রাঙ্কেনস্টাইন গড়ে উঠেছে, যারা কারও কথাই মানতে চায় না। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা মানছে না। এদের রুখতে না পারলে শেখ হাসিনার কষ্টার্জিত সব অর্জন ধ্বংস হয়ে যাবে। মহাসড়কে নৈরাজ্য, নানা ক্ষেত্রে প্রশাসনের শিথিলতা, মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে এখন থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো কেন তা বাস্তায়ন হলো না? কিছু অতি উৎসাহী শ্রমিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সরকার সমর্থিত পেশাজীবী লোকজন আছেন তারা কারও নির্দেশই মানতে চাচ্ছেন না। মোহাম্মদ নাসিম বলেন, আর কেউ চক্রান্ত করতে পারবে না, এটা ভাবলে চলবে না। পঁচাত্তরের পর আওয়ামী লীগের ঘরে বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া যেত না। আওয়ামী লীগের দুর্দিনে অনেককেই পাওয়া যায়নি। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টাম লীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু, আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর