বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপির অনেকেই আসবেন, হস্তক্ষেপ নয় মন্ত্রী-এমপির

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির আন্দোলনের কৌশল পরিবর্তন, নির্বাচনি মাঠে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গাজায় ইসরায়েলের হামলা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল, গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো, তাদের এ গণ আন্দোলন অন্তঃসারশূন্য। তিনি বলেন, ৮ মে প্রথম দফার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় সেজন্য কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছে। গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতানিয়াহু এ যুগের হিটলার। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর