প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। আমাদের কাছে এ ব্যাপারে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানেন না। গতকাল বিকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি তিনিও এ ব্যাপারে কিছু জানাননি। সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার বন্ধ হয়েছে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করলে দেশের উপকার হবে, মানুষের বিভ্রান্তিও কমবে। শফিকুর রহমান বলেন, জামায়াত-বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে কোটা ইস্যুতে সভা-সমাবেশ করেছে। এ জন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দন্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়। সে দেশের আইন অমান্য করায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারা বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে।