মুক্তিযুদ্ধের সময় বাঙালি নিধনে পাকিস্তানের পক্ষে অস্ত্রধারণ করায় বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী অর্ধশতক পর আবারও নিষিদ্ধ হলো। স্বাধীনতাবিরোধী এ দলকে ১৯৭২ সালে নিষিদ্ধ করা হয়েছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের’ জন্য। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হলো জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে। প্রতিষ্ঠা লাভের পর এ নিয়ে জামায়াত মোট চারবার নিষিদ্ধ হয়। পাকিস্তান আমলে দুবার নিষিদ্ধ হয়েছিল দলটি। প্রাপ্ত তথ্য অনুসারে, উপমহাদেশে দেশভাগের আগে ১৯৪১ সালে দলটি প্রতিষ্ঠা করেন মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদি। ১৯৫৯ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানির অভিযোগে প্রথমবার পাকিস্তানে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১৯৬২ সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবার আইনের বিরোধিতার কারণে ১৯৬৪ সালের ৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর কর্মকান্ড নিষিদ্ধ করা হয়। তবে পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সর্বশেষ বাংলাদেশে ১৯৭২ সালে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুসারে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে সংবিধানের ওই ধারা বাতিলের পর ফের রাজনীতিতে আসে জামায়াত। আর তখন থেকে জামায়াতের বিরোধিতা করে আসছিলেন সুশীল সমাজ ও বুদ্ধিজীবীরা। প্রসঙ্গত, গত সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত নিষিদ্ধের। কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা ও জানমালের প্রভূত ক্ষতিসাধনের অভিযোগে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, বুধবারের মধ্যেই নিষিদ্ধ হবে জামায়াত। তবে বুধবার নিষিদ্ধের প্রজ্ঞাপন না হলেও দিনভর দফায় দফায় মিটিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। ওই দিন মধ্যরাত পর্যন্ত কাজ করে সব চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
শিরোনাম
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল
- টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
- দেশের সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করেছেন জিয়াউর রহমান : রুমানা
- স্ত্রীর ইচ্ছে পূরণে বট-পাকুড় গাছের বিয়ে