কাতারের রাজধানী দোহায় ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে জুমার নামাজের পর হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। নামাজ শেষে হানিয়ার লাশ লুসাইল রাজকীয় কবরস্থানে সমাহিত করা হয়। সূত্র : আলজাজিরা, পার্স টুডে।
হানিয়ার নামাজে জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। ইসলামী দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইসলামিক জিহাদের মতো ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারাও সেখানে উপস্থিত থাকেন। হানিয়ার পরিবারের সদস্যরাও জানাজায় উপস্থিত থেকে তাদের শেষ শ্রদ্ধা জানান। এর আগের দিন বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কজুড়েই ছিল মানুষের উপচেপড়া ভিড়। সবাই তাদের প্রিয় মেহমান শহীদ ইসমাইল হানিয়া ও তাঁর সফরসঙ্গী ওয়াসিম আবু শাবানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান।