ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ ও যুব সংগঠনগুলোকে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যে কোনো সংকট ও দুর্যোগে যুবসমাজ সেবার ব্রত নিয়ে এবং সম্মিলিত অংশগ্রহণে কাজ করলে দুর্যোগ প্রতিরোধ করা যাবে বলে জানান তিনি। গতকাল সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন। তিনি বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হব বলে আশা করি।
প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা : দেশের পূর্বাঞ্চলের ১২ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। গত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।