সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একটা রাজনৈতিক দল তার কোনো ভুলত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কোনো আত্মসমালোচনা বা আত্মোপলব্ধিও করছে না। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ছবি যুক্ত করে এ মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, কতিপয় আনসার বাহিনীর নামধারী সন্ত্রাসীদের দ্বারা ছাত্রদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং হাসনাত আবদুল্লাহসহ আহত সব ছাত্রের জন্য সমবেদনা জানাই। ন্যক্কারজনকভাবে বার বার চেষ্টা চলছে ছাত্র-জনতার শত শত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন পথের যাত্রা থেকে আবার বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ক্যুয়ের চেষ্টা। তারপর বাঁধ ছেড়ে বাংলাদেশকে ডোবানোর চেষ্টা আর এখন এইটা।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে সোহেল তাজ লেখেন, আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুলত্রুটি নিয়ে অনুশোচনাতো দূরের কথা কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্মোপলব্ধিও করছে না। এটা ভালো লক্ষণ না এবং কোনোদিনই সুফল আনবে না বরং আরও ধ্বংস নিয়ে আসবে। পোস্টের নিচে একের পর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘বিঃ দ্রঃ’ লিখে আরও একটি অনুচ্ছেদে লেখেন, আপনারা যারা কমেন্ট করছেন যে, আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গিয়েছি তাদের বলব যে সেই নীতি ও আদর্শ যদি হয় হত্যা গুম, খুন নির্যাতনের, জনগণের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন এই নীতি/আদর্শ আমার না।