স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্তকাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)-এর তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ওএইচসিএইচআরের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন, মানবাধিকারবিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা ও আলেক্সান্দার জেমস আমির এল জুন্দি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল দুই মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছেন। প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা শীর্ষ অবস্থান অক্ষুণ্ন রাখা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রতিনিধি দলকে অনুরোধ করেছি। উপদেষ্টা বলেন, প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৈঠক শেষে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি।