হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে রাত সোয়া ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন। পরে সেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে এক ব্রিফিংয়ে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে গতকালও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষা শেষ করে গতকাল সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ১২ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের কেবিনে তিনি চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তাঁর পরিবার ও দলের পক্ষ থেকেও তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন জানানো হয়। কিন্তু শেখ হাসিনার সরকার তা উপেক্ষা করেছে। ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাঁকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। ইতোমধ্যে প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছেন তাঁর চিকিৎসকরা। এ জন্য খোঁজা হচ্ছে আইসিইউ ও সিসিইউ সুবিধাসহ চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স। সাধারণ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে দীর্ঘ ভ্রমণ করি?য়ে লন্ড?নে নেওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না চিকিৎসকরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক এ প্রসঙ্গে জানান, চিকিৎসার জন?্য যেখা?নেই যান না কেন, শুরুতে তিনি লন্ড?নই আস?বন। সেখানে দেখভালের জন্য তাঁর বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান রয়েছেন। পরে প্রয়োজন হলে অন্য কোনো দেশে নেওয়া হতে পারে। এ উদ্দেশেই তাঁকে গতকাল বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর বাসভবন ফিরোজায় নেওয়া হ?য়েছে। তাঁর চিকিৎসায় গ?ঠিত মে?ডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লিভার প্রতিস্থাপনের জন্য তাঁকে দেশের বাইরে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এ মুহূর্তে দেশে থেকে খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করছেন। সর্বশেষ ২০১৬ সালের ১৬ জুলাই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে মরফিল্ড হাসপাতালে তাঁর চোখের অপারেশন হয়। তিনি সেখানে হাঁটুর চিকিৎসাও নিয়েছিলেন।
শিরোনাম
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’