ভারতের দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিলেন আম আদমি পার্টির আতিশি মারলেনা (৪৩)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ আতিশির সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ আম আদমি বিধায়ক- সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ অহলাওত এবং ইমরান হুসেন।
আতিশির শপথে হাজির ছিলেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।