দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই দিন ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন আটজন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৮৬ জন, মারা গেছেন ১৫৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন। গত এক দিনে সারা দেশে ১ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল
থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯ হাজার ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। আমাদের নিজস্ব প্রতিবেদক (রাজশাহী) জানান, রাজশাহীতে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গড়ে প্রতিদিন পাঁচজন আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালটিতে মোট ২১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ছুটি পেয়েছেন ১৮১ জন। বর্তমানে হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন আছেন। হাসপাতালটিতে ডেঙ্গুতে মারা গেছেন একজন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর বিশ্বাস বলেন, হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। গত কয়েকদিনে আক্রান্তের হার বেড়েছে। রোগীর চাপ আরও বাড়লে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হবে।