দায়িত্ব পালনকালে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট নির্জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়ি টাঙ্গাইলে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। তানজিম সেনাবাহিনীতে জেনেশুনেই গিয়েছিলেন। এটা জীবনমৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা। আলহামদুলিল্লাহ, তার মা-বাবাকে এ রকম একটা সন্তান দিয়ে ধন্য করেছেন।
নিঃশর্ত মুক্তি চাইলেন মাহমুদুর রহমানের : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।