বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত হয়। দেশের শেয়ার বাজারের ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এত বেশি টাকা জরিমানা করা হয়নি।
জরিমানা করা ব্যক্তিদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, অ্যাপোলো ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আবদুর রউফকে ৩১ কোটি ও ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ২০২০ সালের ১৯ মার্চ বেক্সিমকোর শেয়ার দর ছিল ১১ টাকা ২০ পয়সা। আর ২০২০ সালের শেষের দিকে কোম্পানিটির শেয়ার ২২ টাকায় লেনদেন হয়। সেখান থেকে দফায় দফায় দাম বাড়িয়ে ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকার ওপরে নিয়ে যাওয়া হয়। এভাবে দফায় দফায় দাম বাড়িয়ে ২০২১ সালেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৯০ টাকা পর্যন্ত তোলা হয়। বেক্সিমকোর শেয়ার কারসাজি নিয়ে ২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে একটি তদন্ত প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে পাঠানো হয়। ওই তদন্ত প্রতিবেদনে আবদুর রউফ, ক্রিসেন্ট লিমিটেড, মোসফেকুর রহমান, মমতাজুর রহমান অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড, মারজানা রহমান ও ট্রেডেনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজির তথ্য উঠে আসে।