ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জো বাইডেন ও কমলা হ্যারিস বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। ট্রাম্প উল্লেখ করেন, তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে কখনই ইসরায়েলে হামলার ঘটনা ঘটত না। সূত্র : রয়টার্স, বিবিসি, আল জাজিরা।
ট্রাম্প এক বিবৃতিতে আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন দায়ী। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিশ্ব এখন আগুনে জ্বলছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কারণ আমাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন একজন অস্তিত্বহীন রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পূর্ণ অনুপস্থিত। ট্রাম্প উল্লেখ করেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ইরান তখন নিয়ন্ত্রণে ছিল। ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাও ঘটত না।