ফলাফল নির্র্ধারণী কয়েকটি স্টেটে কমলা হ্যারিসের বিজয় নিশ্চিত করতে মাঠে নামছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ১০ অক্টোবর পেনসিলভানিয়ার পিটসবার্গে নির্বাচনি সমাবেশে বক্তব্যের মাধ্যমে তিনি মাঠে নামছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নির্র্ধারণী স্টেটগুলো হচ্ছে- অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া। এসব স্টেটে সাম্প্রতিক জরিপে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়ার পর ওবামা সশরীরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, গত আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে বারাক ওবামা কমলাকে বিজয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। ওই বক্তব্যের সময়ও আমেরিকানদের প্রতি তিনি আহ্বান জানান, এবারের নির্বাচনে কমলাকে বিজয়ী করার বিকল্প নেই। অন্যথায় আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে নিপতিত হবে। ওবামা বলেন, কমলার বিগত দিনগুলোর ওপর গভীর পর্যবেক্ষণে আমি নিশ্চিত হয়েছি যে, তিনি কখনো নিজের স্বার্থ দেখেন না, সব সময় আমেরিকানদের কল্যাণের কথা ভাবেন। তাই প্রেসিডেন্ট হতে পারলেও আমেরিকার সার্বিক কল্যাণেই নিবেদিত থাকবেন। ওবামা বলেন, কমলাকে বিজয় মুকুট পরানো পর্যন্ত সচেতন আমেরিকানদের সরব থাকা জরুরি। ওবামা উল্লেখ করেন, আমেরিকার নীতিনৈতিকতায় বিশ্বাসী সবাইকে কমলার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা গোটা বিশ্বে আমেরিকার নেতৃত্ব অটুট রাখতে চাই। এ ব্যাপারে ভুল করাও চলবে না। নির্বাচনটি হবে চূড়ান্ত রকমের একটি যুদ্ধ, ব্যালট যুদ্ধে আমেরিকাকে বিজয় দিতে হবে।