রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের ফ্ল্যাট কিনতে যাওয়া ক্রেতার ৭২ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। টাকা লুটের পর ক্রেতা ও তার স্ত্রী-সন্তানকে রুমের মধ্যে তালাবদ্ধ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলার পর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে অবস্থিত একটি ডেভেলপার কোম্পানির অফিসে এ ঘটনা ঘটে। ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ভবনের ফ্ল্যাট কিনতে গিয়ে তারা লুটেরাদের কবলে পড়েন। গ্রেপ্তার লুটকারী চক্রের সদস্যরা হলেন মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. তৈয়ব, মো. হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু। তাদের কাছ থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ একটি পিস্তলসদৃশ গ্যাসলাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করেছে পুলিশ।