সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় প্রথমে তিনি রাজধানীর রমনা কালীমন্দির পূজামণ্ডপ ও পরে জগন্নাথ হলের উপাসনালয় পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজার আয়োজন দেখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে এখন নানাবিধ সমস্যা ও সংকট রয়েছে। তার মধ্যেই এবারের দুর্গোৎসব পালিত হচ্ছে। উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয় এবং নিরাপত্তা নিশ্চিত থাকে সে বিষয়ে আমরা সবাই সজাগ রয়েছি। আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য রয়েছে। তাদের দীর্ঘদিনের যে দাবিদাওয়া রয়েছে, তা আমরা পূরণের চেষ্টা করছি। নতুন বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘যেসব অনাকাক্সিক্ষত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার। আমরা যদি বিচারের সংস্কৃতি তৈরি করতে না পারি তাহলে সমাজ থেকে এ ধরনের অপরাধ বন্ধ করা যাবে না। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে অনেকেই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে, আমরা সে সুযোগটিও তাদের দেব না।’ এ সময় তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতের পরও কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিচারের আওতায় আনা হবে। জগন্নাথ হলের উপাসনালয় পরিদর্শন শেষে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজার আয়োজন করা জগন্নাথ হলের ঐতিহ্য, সংস্কৃতি। সারা দেশে এ উৎসব পালিত হচ্ছে। আশা করছি এর মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব।’