দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াই শেষে সফল হলেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে মেয়র হিসেবে ঘোষণা করার আট দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে। এখন বাকি রয়েছে শুধু শপথ গ্রহণ। আগামী সপ্তাহের যে কোনো দিন শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে নগর পিতার আসনে বসছেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এর মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। যদিও দায়িত্ব পালনের সুযোগ পাবেন মাত্র দেড় বছরেরও কম সময়। এরপরও ডা. শাহাদাতের এ স্বপ্নযাত্রায় আমূল পরিবর্তন আসবে চট্টগ্রাম সিটিতে- এমন আশা সর্বমহলের। ডা. শাহাদাত হোসেন বলেন, সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের মাধ্যমে আদালত যে রায় দিয়েছেন তা একটি ঐতিহাসিক রায়। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিগত ১৬ বছরে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো ভোট ডাকাতির নির্বাচন। আমরা এতদিন মুখে বলে এসেছি এসব কথা, আদালতের এ রায়ের মাধ্যমে সেটা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
শপথ নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, চসিক মেয়র হিসেবে শপথ নেওয়ার পর আমার প্রথম কাজ হবে চট্টগ্রামবাসীর আশা-আকাক্সক্ষার বাস্তবায়ন করা। চট্টগ্রামবাসীর প্রত্যাশাকে সামনে নিয়ে সেগুলো সমাধানে কাজ করে যাব।