বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। ৫ আগস্টের স্বাধীনতা কোনো একনায়কত্ব চায় না। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের নেতা মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে ও আবুল বাশার আহমেদের পরিচালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সেলিমা রহমান বলেন, ‘গত আন্দোলনে আমাদের মা-বোনেরা, সন্তানেরা শহীদ হয়েছেন। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, তবে আমাদের লক্ষ্য এখনো অর্জন হয়নি। যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারব, সেদিন আমাদের সুদিন হবে।’ তিনি বলেন, ‘বিগত আন্দোলনে ছাত্র-জনতাসহ সবার অবদান ছিল। আমাদের সমাবেশে অংশ নিতে মানুষ বাধা উপেক্ষা করে আসত। মানুষ দুই থেকে তিন দিন আগেই সমাবেশে অংশ নিতে ছুটে আসত। অথচ সমাবেশ যাতে সফল না হয় সরকারের লোকেরা পরিবহন বন্ধ করে দিয়েছিল। মূলত তারা ভয় পেয়ে এসব করেছিল। যেমনটি করেছিল ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে।’ ড. ইউনূসকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি তিনি প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন।’ তিনি পুলিশ ও কয়েকটি সরকারি সংস্থার কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে আছে।’