বিচার বিভাগের কাজকর্মের মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবেন আমাদের পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামন্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।