গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
নুরুল হক নূর আরও বলেন, অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার-ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে। এ রকম কিছু হলে অন্তর্বর্তী সরকারকেও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেপ্তার কেন করেছিলেন? আবার জেন্টলম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেপ্তার করলেন? কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না? সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি। গণ অধিকার পরিষদ সভাপতি জাতীয় পার্টিকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে বলেন, কোনো আলোচনায় জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই। এ জাতীয় পার্টি সেদিন গণভবনে অংশ নিয়ে ছাত্রদের হত্যার কথা বলেছিল। তিনি বলেন, এখন আন্দোলন নিয়ে নানা কথা উঠছে, কে এ আন্দোলনের মাস্টারমাইন্ড। তবে আমরা বলব, রাজনৈতিক দলগুলোই আসল মাস্টারমাইন্ড। গত দেড় দশকে রাজনৈতিক দলগুলো অনেক ত্যাগ সহ্য করেছে।
প্রশাসনে জামায়াত-বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। সম অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। তিনি সংবিধান বাতিলের পক্ষে মত দিয়ে বলেন, বর্তমান সংবিধান বাতিল করতে হবে। পাশাপাশি নতুন সংবিধান রচনা করতে হবে। ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে বাজেট দিতে হবে।