বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, পলাতক আওয়ামী লীগের মধ্যে যারা এখনো দেশে আছেন তারা ষড়যন্ত্র করছেন। সচিবালয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে চক্রান্ত থামবে না। পুলিশের তথ্যমতে পূজা উপলক্ষে ১৬ থেকে ১৭টি বিশৃঙ্খলা হয়েছে। এ অবৈধ কাজ কারা করেছে এটা বের করা সহজ। তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগ-গুন্ডালীগের হাতে অস্ত্র রয়েছে। সেগুলো এখনো উদ্ধার হয়নি। তারা মন্দিরে হামলা করবে এটা পরিষ্কার। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ সত্যের শক্তি’ নামে একটি সংগঠন আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক রাকেশ রহমান। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এখন কেন মরিচের দাম ৭০০ টাকা হবে। এখনো কি আওয়ামী লীগ সিন্ডিকেট আছে? এখনো শাকসবজির ওপরে হাত দেওয়া যায় না!
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, সচিবালয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে চক্রান্ত থামবে না। এটা করতে না পারলে সুনাম নষ্ট হবে। কারণ আওয়ামী লীগের দোসরদের হাতে অস্ত্র আছে, অবৈধ টাকার মালিক তারা। তারা ষড়যন্ত্র করে মরিচের দাম বাড়াবে, মন্দিরে হামলা করবে। এরা বাজার সিন্ডিকেট করবে।