সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন সাকিব আল হাসান। আগামীকাল জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন সাবেক অধিনায়ক। ২১-২৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন সাকিব।
এই টেস্ট খেলে সাদা পোশাক ও লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সি বিশ্বসেরা অলরাউন্ডার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি খুনের মামলায় আসামি করা হয় তাকে। এরপরও তিনি জাতীয় দলের হয়ে পাকিস্তান এবং ভারত সফরে টেস্ট খেলেন। কানপুরে টেস্ট খেলার আগে টি-২০ ক্রিকেট ও টেস্টকে বিদায় জানান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর আনুষ্ঠানিক বিদায় জানানোর ইচ্ছা পোষণ করেন। কিন্তু খুনের মামলার আসামি হওয়ায় ঢাকায় ফেরা শঙ্কায় পড়ে যায়। কিছুদিন আগে আন্দোলনে শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পোস্ট দেন। এরপর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফেরা ও যাওয়ার বিষয়ে আইনি কোনো ঝামেলা নেই। তখনই নিশ্চিত হয় সাকিব দেশে ফিরছেন এবং মিরপুরে শেষ টেস্ট খেলে বিদায় নেবেন। গতকাল বিসিবি সাকিবকে নিয়ে মিরপুর টেস্ট স্কোয়াড ঘোষণা করে। সাকিব যেমন ঢাকায় খেলে টেস্টকে বিদায় জানাবেন, তেমনিই আলোচিত দিক দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের বাংলাদেশ মিশন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে চন্ডিকা হাথুরাসিংহেকে বরখাস্ত করে। গতকাল দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।