বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন- এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি স্বল্পকালীন নোটিসে ভারতে এসেছিলেন। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি এখানেই থাকছেন।
বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ মুখপাত্র বলেন, ‘আমরা রিপোর্ট দেখেছি। তবে শেখ হাসিনাকে বিদেশ সফর করতে ভারত থেকে ভ্রমণ দলিল দেওয়া হয়েছে। ওনার অবস্থানের পরিবর্তন হয়নি।’ এদিকে ভারতের সুপ্রিম কোর্ট অবৈধ অনুপ্রবেশ নিয়ে এক মামলার রায় দিতে গিয়ে বলেন, ‘১৯৭১ সালের পর যারা আসামে প্রবেশ করেছেন তারা অবৈধ অনুপ্রবেশকারী। এর আগে যারা এসেছেন তারা ভারতের ১৯৫৫ সালের নাগরিক আইন অনুযায়ী বৈধ নাগরিক। এদের জন্য আসামের সংস্কৃতি বা জনভিত্তি বদলে যাচ্ছে- এটা মেনে যায় না।’ সুপ্রিম কোর্টের রায়ের পর অবৈধদের বাংলাদেশে ফেরত দেওয়া হবে কি না- জানতে চাইলে মুখপাত্র বলেন, আদালতের বিষয়ে মন্তব্য করা যায় না। তবে যে রায় হয়েছে সেটা ভারত সরকার মেনে চলবে।