রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাই অন্যান্য সংস্কারের পাশাপাশি ভেঙে পড়া নির্বাচনব্যবস্থারও সংস্কার কাজ চলছে।
গতকাল কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ১৭ অক্টোবর রাতে এক টকশোতে ২০২৫ সালে নির্বাচন হবে বলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের করা মন্তব্য নাকচ করে দেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্যও সরকারের সিদ্ধান্ত নয় বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সেনাপ্রধানের বক্তব্য সরকারের বক্তব্য নয়। সরকার যত দিন নির্দিষ্ট করে বলবে না তত দিন নির্বাচনের সময় নির্ধারণ হবে না।
নির্বাচন নিয়ে সার্বিকভাবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তী সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়েই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।’ উপদেষ্টাদের ক্ষমতাপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য প্রসঙ্গে সরকারের এ উপদেষ্টা বলেন, ‘অনেক নেতা প্রকাশ্যে বলছেন, ‘উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না।’ এটা তাদের ভুল ধারণা। আমাদের কোনো ধরনের ক্ষমতাপ্রীতি বা লোভ নেই। আমরা এসেছি অস্থায়ীভাবে; দেশ সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাজ শেষ হলে কাউকে বলতে হবে না। নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব।’
দেশে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘মডেল মসজিদগুলো নির্মাণে দুর্নীতি হয়েছে এটা সঠিক। এরকম অনেক প্রমাণ ইতোমধ্যে আমরা পেয়েছি। এমনকি এক মসজিদ পরিদর্শনকালে আমি ফ্লোরে ফাটল দেখেছি। অভিযোগ ও প্রাপ্ত প্রমাণ হাতে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই কাজ শুরু হবে।’ এ সময় মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সঠিক ভিত্তি থেকে সরে গিয়েছিল। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সব ধর্মীয় প্রতিষ্ঠানও সংস্কার করা হবে।’ জাহাজে করে হজ যাত্রা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ বিষয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে তা সময়সাপেক্ষ। তাই ’২৫ সালে সম্ভব নয়; ’২৬ সালে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এর আগে ধর্ম উপদেষ্টা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স আয়োজিত বায়তুশ শরফ ত্রিরত্ন মেধাবৃত্তি-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কার তুলে দেন। দুপুরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন।