বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি করেছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশকে।
গতকাল রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি, মুসা আল হাফিজ, মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ। মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য রেমিট্যান্স যোদ্ধারা টাকা পাঠায়, সেই টাকা লুটপাট করে বিদেশ পাচার করে শেখ হাসিনার মন্ত্রীরা বিদেশে বেগমপাড়া করেন। সেই টাকা দেশে ফিরিয়ে এনে দেশের কাজে বিনিয়োগ করতে হবে। এ সময় তিনি যুব মজলিসের কর্মীদের ত্যাগ ও কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারা দেশে কাজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি আগামী ২৭ ডিসেম্বর যুব মজলিসের ১৫ বছর পূর্তি সমাবেশের ঘোষণা দেন এবং তা সফলের আহ্বান জানান।