রাষ্ট্র সংস্কার বিষয়ে দ্বিতীয় দফায় কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ফের সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম থাকতে পারেন। গত সংলাপেও তারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
গত ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার। তিনি জানান, সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও জাতীয় পার্টিকে (আন্দালিব)। এর বাইরে আরও দুই-একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে গত ৫ অক্টোবর শুরু হয় এই সংলাপ। সেদিন বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (নুর) এবং এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। ওই সংলাপে সংস্কার ও নির্বাচনকে প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনি রোডম্যাপ চেয়েছে। জামায়াতে ইসলামী সংস্কার ও নির্বাচন বিষয়ে দুটি রোডম্যাপ জানতে চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।