প্রিন্ট ভার্সন
ফ্যাশনে তারুণ্যের উচ্ছলতা ফ্যাশনে তারুণ্যের উচ্ছলতা

এখন যৌবন যার... কবি হেলাল হাফিজ লিখেছেন- 'এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার।' তবে যৌবন আর তারুণ্যের এই ধ্যান-ধারণার সমান্তরালে আরেকটি ধারণা এখন দারুণ জনপ্রিয়। আর সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গি অথবা ধ্যান-ধারণার সঙ্গে তারুণ্যের সংশ্লিষ্টতা। যৌবন আসলে বয়সের নয়, মনের। আর তাই একজন মানুষ আঠারো পেরিয়ে গেলেই তার তারুণ্য ফুরিয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণই নেই। পরিণত…