শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

অধ্যাপক ডা. মোহিত কামাল মনোরোগ বিশেষজ্ঞ

মনোবিদের মুখোমুখি

সমস্যা

খুব বেশি দিন হয়নি আমাদের সম্পর্ক। একটি ছেলেকে ভালোবাসি। আমার বয়স ১৮ আর ওর বয়স ২২। সেও আমাকে অনেক ভালোবাসে। তবে ওর কিছু আচরণ আমাকে প্রচণ্ডভাবে কষ্ট দেয়। মাঝে মাঝে খুব ঝগড়া হয়। যদিও এই ঝগড়া খুব বেশিক্ষণ থাকে না। কিন্তু সমস্যা এটাও নয়। সমস্যাটা ওর, ও প্রায়ই আমার কাছে আমার দেহের ছবি দেখতে চায়, যা আমি দিতে কখনই রাজি নই। অনেক জোর করার পর এক কথায় বাধ্য হয়ে কিছু ছবি দেই। তারপরও সে ক্ষান্ত হয়নি। এখন প্রায় সময় ও আমার দেহের ছবি চায়। বর্তমানে প্রায় সময়ই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। কিন্তু আমি বিয়ের আগে এরকম কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি আরও পড়াশোনা করতে চাই। তাই এখন বিয়ে নিয়ে ভাবতেই পারছি না। এতে ও আমাকে সন্দেহ করে। আর বলে, আমি নাকি ওকে ভালোবাসি না। এখন ঝগড়া হলে কথা আমি বলা বন্ধ করে দেই। এতে আমার অনেক খারাপ লাগে। সত্যি বলতে বুঝতে পারি না, ও কি আমাকে সত্যিই ভালোবাসে? নাকি আমার সঙ্গে নোংরামি করতে চায়? এখন আমার কী করা উচিত?                  - নাম প্রকাশে অনিচ্ছুক।

সমাধান

আসলে বর্তমান টেকনোলজির যুগে সব বয়সী ছেলেমেয়ের মাঝে ছবি আদান-প্রদানের প্রবণতা অনেক বেড়ে গেছে। যার ফলাফল ছেলেমেয়ে উভয়ের আপত্তিকর ছবি দেখার ইচ্ছা। আর এই ভয়াবহ অবস্থার ভুক্তভোগী আপনি। পুরো বিষয়টি পড়ে যা বুঝলাম আপনার প্রতি সে সময়ের আগেই প্রচণ্ড রকম আসক্তি হয়ে যাচ্ছে। তবে আমার মতে, ছবি না দেওয়াই ভালো। কারণ এখন যদি আপনি আবার তাকে ছবি দেন তাহলে আরও বেশি বেপরোয়া হয়ে উঠতে পারে। আপনাকে আর পাত্তাই দেবে না। পরবর্তীতে ব্ল্যাকমেইলের স্বীকারও হতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতে পারেন। আপনি তো তাকে ভালোবাসেন আর সেও আপনাকে। তবে আমার ধারণা, ছেলেটি চরিত্রবান নয়। আপনার কথায় চরিত্রবানেরর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়নি। আর আপনি আপনার পড়াশোনা ঠিকভাবে করে যান। নিজেকে প্রতিষ্ঠিত করুন। আর হ্যাঁ, অবশ্যই আপনার আগের দেওয়া ছবিগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাকে ভুলে থেকে নিজেকে ভালোবাসতে শিখুন, সুন্দর জীবন গড়ুন। দেখবেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর