শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাশরুম সাসলিক

মাশরুম সাসলিক

উপকরণ

মাশরুম ৮টি, আস্ত ছোট পিয়াজ ৮টি, ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি, চট মসলা আধা চা চামচ, তন্দুরি মসলা আধা চা চামচ, লবণ আধা চা চামচ, সিরকা ২ টেবিল চামচ, সাসলিক কাঠি ৫টি, তেল ২ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে একটি বাটিতে মাশরুম. আস্ত পিয়াজ, ক্যাপসিকাম, চট মসলা, তন্দুরি মসলা, লবণ ও সিরকা দিয়ে ভালো করে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন। এবার চুলায় একটি গ্রিলের তাওয়াতে তেল দিন, তেল গরম হলে কাঠিতে গাঁথা মাশরুমগুলো এপিঠ-ওপিঠ ভালো গ্রিল করে নিন। তৈরি হয়ে যাবে মাশরুম সাসলিক। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর