শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গরম পানির গোসলে দূর হয় ক্লান্তি

ফ্রাইডে ডেস্ক

গরম পানির গোসলে দূর হয় ক্লান্তি

পানির আরেক নাম হলো জীবন। আক্ষরিক অর্থেই জীবজগতের অস্তিত্বে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে পানি। পানি শুধু আমাদের তৃষ্ণাই মেটায় না, তার সঙ্গে শারীরিক ক্লান্তিও দূর করে। আয়ুর্বেদে পানির নানা গুণের বিবরণ রয়েছে। পেটের যন্ত্রণা থেকে শুরু করে মাথার যন্ত্রণা সব ক্ষেত্রেই ওষুধের কাজ করে পানি। শীতল পানি যেমন তীব্র গরমে আমাদের পিপাসার্ত হৃদয়কে পরিতৃপ্তি দেয়, তেমনি উষ্ণ পানিরও চরম শক্তি রয়েছে।

উষ্ণ পানিতে যদি গোসল করা যায় তাহলে শরীরের সব ক্লান্তিই নিঃশেষ হয়ে যায়। শরীর ও মন স্বতঃস্ফ‚র্ত হবে। পাহাড়ি অঞ্চলের মানুষ উষ্ণ পানিতে গোসল করেই চাঙ্গা থাকে। তা ছাড়া বিশ্বের সব দেশেই গরম পানির গোসলের প্রচলন রয়েছে। তাই তো আধুনিক চিন্তাধারায় নির্মিত হয়েছে হট বাথ টাব। তবে এটি নতুন কোনো ধারণা নয়। ইতিহাসের পাতা উল্টালে বাথ টাব অর্থাৎ নাগারের অনেক নমুনাই পাওয়া যাবে। চারদিকে এখন কুয়াশা আর শীতের আনাগোনা। তাই উষ্ণ পানিতে গোসল করার এটাই সুবর্ণ সময়। আর যদি কোনো কারণে থাকেন ক্লান্ত, তাহলে একবার ট্রাই করেও দেখতে পারেন। ফল পেলেও পেতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর