শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেরা ফ্যাশন ব্র্যান্ড

সেরা ফ্যাশন ব্র্যান্ড

বাংলাদেশের বাজারে সবচেয়ে সমাদৃত ও সেরা ব্র্যান্ডগুলোর সাফল্যের স্বীকৃতি দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বা বিবিএফ। সপ্তমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৫ ঘোষণা করল প্রতিষ্ঠানটি। এবার ৩৫টি ক্যাটাগরিতে স্থানীয় সেরা ১০ এবং সার্বিকভাবে সেরা ১০ ব্র্যান্ডকে পুরস্কারের জন্য মনোনীত করেন বিবিএফ। পাশাপাশি এবারই প্রথমবারের মতো ফ্যাশন ও বুটিক ক্যাটাগরিতে দেশ সেরা  লাইফস্টাইল ব্র্যান্ডের স্বীকৃতি দেওয়া হয়। দেশীয় প্রথম সারির ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে অঞ্জন’স ও আড়ং এবং পাশ্চাত্য ঘরানার রেডি টু ওয়্যার পোশাক তৈরির জন্য ক্যাটস আই এ বছর সেরাদের সেরা হওয়ার স্বীকৃতি পায়। ক্যাটস আই এবং অঞ্জন’স বাংলাদেশের বাজারে তৈরি পণ্য বিপণনের সঙ্গে জড়িত আছে যথাক্রমে ৩৫ ও ২১ বছর ধরে। উলে­খ্য, দেশব্যাপী ভোক্তাদের ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে দেশের সবচেয়ে সমাদৃত ব্র্যান্ডগুলোকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। মিলওয়ার্ড ব্রাউন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ১৮ হাজার ব্র্যান্ড গবেষণা পরিচালনা করেছে। বাংলাদেশে ব্র্যান্ড ফোরাম তাদের সহযোগী হিসেবে কাজ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর