শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

অধ্যাপক ডা. মোহিত কামাল মনোরোগ বিশেষজ্ঞ

মনোবিদের মুখোমুখি

সমস্যা

কৈশরেই জীবনের বড় ভুলটি করে বসলাম। এসএসসি দেওয়ার সময় এক ছেলেকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলি। একসঙ্গে পরীক্ষার হলেই পরিচয়। ছেলেটির বড় আপু ছিল। সে সময় পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। এক বছর পর দেখা হয়। সেই থেকে কথাও শুরু। ওর জীবনের সব কিছুই আমার সঙ্গে শেয়ার করত। আমাদের সম্পর্ক গড়ে ওঠে। ওর বড় আপুর সঙ্গে ভালো সখ্য থাকায়, তিনি সম্পর্কের কথা বাসায় জানিয়ে দেন। এরপর দুই পরিবারই বিষয়টি জানতে পারে। ওর বাবা আমাকে দেখতে আসেন। দুই পরিবারের সম্মতিক্রমে পড়াশোনা শেষ করলেই বিয়ে হবে। ছেলেটি আমাকে অনেক বিশ্বাস করত। ছয় মাস আগে আমাদের বিয়ে হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর হঠাত্ করেই সে আমাকে প্রশ্ন করে, আমার কারও সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল কিনা? আমি প্রথমে না করায়, কসম দিলে পরে আমি স্বীকার করি। এক আত্মীয়ের দ্বারা ধর্ষণের শিকার হই। সে বলল, আমাকে জানাওনি কেন? তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারলে? আমিও যে তাকে খুব ভালোবাসি, তার কষ্ট আমি দেখতে পারছি না। এখন আমি কী করব?               নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।

সমাধান

অনেকেই কৈশরের এই সময়টাতে ভুলের শিকার হয়ে থাকে। যাই হোক, আপনার লেখাটি পড়ে বুঝতে পারলাম আপনি নিজের প্রতি অপরাধবোধ করছেন। আপনার স্বামীকে আগে বিষয়গুলো খুলে বলা দরকার ছিল। তবে, আপনি একটি বিষয় এড়িয়ে গেছেন, আপনি পরিষ্কার বলেননি আপনার সংসার এখনো আছে কি না? ধরে নিলাম আছে, তাহলে আপনার স্বামীর প্রতি পুরনো বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করুন। তাকে বোঝাতে চেষ্টা করুন আপনি তাকে অনেক ভালোবাসেন। আপনার প্রতি তার পুরনো ভালোবাসা জাগিয়ে তুলুন। সব কিছুতে স্বামীকে প্রাধান্য দিন। আশা করি, আপনার অপরাধবোধে সে আপনাকে আবার কাছে টেনে নেবেন। মনে রাখবেন, সব সমস্যার সঠিক সিদ্ধান্ত ভালোবাসা। সব সমস্যা নিজেদের মাঝেই রাখার চেষ্টা করুন। পরিবারকে এতে জড়ালে হিতে বিপরীত হতে পারে। আপনার স্বামী অবশ্যই বুঝতে পারবেন যে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আপনার জীবন সুন্দর হোক।

সর্বশেষ খবর