Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩০ জুন, ২০১৬ ২২:১৯
মনোবিদের মুখোমুখি
‘যেহেতু দুজনই আপনার বন্ধু, তাই দুজন যেন কষ্ট না পায় এমন কি তাদের সম্পর্কে যেন ফাটল না ধরে সে দিকটা বিবেচনা করে চলুন।’
মনোবিদের মুখোমুখি
অধ্যাপক ডা. মোহিত কামাল মনোরোগ বিশেষজ্ঞ

সমস্যা

আমি বাড়ির ছোট মেয়ে। ছোটবেলা থেকেই অনেক আদুরে ছিলাম। স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি। কলেজের প্রথম দিনেই সায়েমের সঙ্গে পরিচয়। এক সময় আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি। আমি খুব সাদাসিধে ছিলাম। প্রথম বছরটা ভালোই কাটলো। সমস্যা শুরু হলো পরের বছরে। লাবণ্য নামের একটি মেয়ে ভর্তি হয়। ওর মধ্যে একটা অদ্ভুত ম্যাগনেটিক পারসোনালিটি রয়েছে। অল্প কদিনেই ও আমাদের ভালো বন্ধু হয়ে উঠলো। কয়েক মাস বাদে খেয়াল করলাম লাবণ্য ও সায়েমের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলো। আর হঠাৎ করেই সায়েম আমার সঙ্গে কথা বলা কমিয়ে দেয়। আমি অনেকটা অসহায় হয়ে পড়ি। একদিন নোট নেওয়ার ছলে সায়েমের বাসায় গিয়ে দেখি লাবণ্যও আছে। আমাকে দেখে দুজনই অপ্রস্তুত। আমি কিছুটা বুঝতে পারলাম। আমি ওর কথা শুনে অনেক কান্না করেছি। সায়েমকে অনেকবার ফোন দিয়েছি, নো রেসপন্স। এর মধ্যে সায়েম-লাবণ্যের প্রেম কলেজের হট টপিক। সায়েম আমার ভালো বন্ধু ছিল। আজও আমি ওকে অনেক ভালোবাসি। এখন কি করব?                                — তানজিম আরোহী, গুলশান।

 

সমাধান

‘সম্পর্ক’ ছোট্ট শব্দটির বিশাল ব্যাপ্তি। বিভিন্ন মানুষের কাছে এর পরিভাষাতেও রয়েছে ভিন্নতা। আর তাই তো প্রেম, দাম্পত্য, বন্ধুত্ব বা নিছক আকর্ষণ সম্পর্কের নানা ভাষা। নানা নাম এবং এর সরলীকরণ কখনই সম্ভব নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে, যার সবগুলোই কি আমরা গুরুত্ব দেই? হয়তো দেই না। সময়ের তালে তালে এমনি কিছু সম্পর্ক হারিয়ে যায়। পছন্দের মানুষটিও পর হয়ে যায়। আপনার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আপনাদের ভালো বন্ধুত্ব ছিল। একে অপরকে পছন্দ করতেন। বন্ধুত্বের সম্পর্কের মাঝে এমন ভালো বন্ডিং তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এর মাঝে আমরা অনেকেই বুঝতে পারি না যে একজন আরেকজনকে ভালোবাসি। যখনই কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তখনই অনুভত হয় আসলে ভালোবাসি। যাই হোক, আপনি আপনার পছন্দের বিষয়টি খুলে বলেননি। এখন সায়েম-লাবণ্যের সম্পর্ক চলছে। তাই, শুধু ভালো বন্ধুত্ব কন্টিনিউ করুন। অন্য কিছু ভাববেন না। যেহেতু দুজনই আপনার বন্ধু, তাই দুজন যেন কষ্ট না পায় এমন কি তাদের সম্পর্কে যেন ফাটল না ধরে সেদিক বিবেচনা করে চলুন।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
এই পাতার আরো খবর
up-arrow