প্রিন্ট ভার্সন
ঝর ঝর মুখর বাদল দিনে.. ঝর ঝর মুখর বাদল দিনে..

বর্ষায় রোদ-বাদলের খেলা। হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি। রোদ-বাদলের খেলায় এ সময়ের সাজ-পোশাকের আদিখ্যেতা অন্য সময়ের চেয়ে একটু বেশিই রোমান্টিক। বর্ষায় কোন পোশাক বৈচিত্র্য আসবে আর রঙ-ঢঙ নিয়ে চলে নানা এক্সপেরিমেন্ট। ফ্যাশনের পাশাপাশি আরামের দিকটি তো আছেই! কেননা, বৃষ্টির পানি আর পথে-ঘাটে মাখামাখি কাদায় ঘটে নানা বিপত্তি। শুকনো মৌসুমে যেসব পোশাক অবলীলায় ব্যবহার করা যায় ঘন বর্ষায় তা সম্ভব…