শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতে গরম গরম স্যুপ

মামুন চৌধুরীর রেসিপি

শীতে গরম গরম স্যুপ

অস্ট্রেলিয়া হাইকমিশনের চিফ শেফ ‘মামুন চৌধুরী’। রান্নার খ্যাতিতে পেয়েছেন এটিএন বাংলা সেরা রন্ধনশিল্পীর খেতাব। ফ্রাইডের আয়োজনে তিনি রেসিপি প্রদান করেছেন।

 

ক্লিয়ার স্যুপ

উপকরণ

পিয়াজ কুচি ২ চা চামচ

রসুন কুচি ১ চা চামচ

গাজর কুচি ১/২ কাপ

মিষ্টি কুমডা কুচি ১/২ কাপ

আদা কুচি ১ চা চামচ

গরম মসলা ১/২ চা চামচ

পানি ২ কাপ

পাতা কপি কুচি ১/২ কাপ

লেবুর রস ২ চা চামচ

ধনেপাতা কুচি ২ চা চামচ

লবণ পরিমাণ মতো

কাঁচামরিচ কুচি ২ চা চামচ

চিনি ১/২ চা চামচ

মাখন ২ চা চামচ।

প্রণালি

একটি ফ্রাইপেনে মাখন গরম করে তাতে রসুন ও পিয়াজ হালকা ভেজে গাজর, পাতাকপি, কুমড়া ও গরম মসলা, লবণ, দিয়ে ২ মিনিট ভেজে ২ কাপ পানি দিন এরপর আদা ও কাঁচামরিচ দিয়ে ২০ মিনিট রান্না করুন। সবজি নরম হলে চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে লেবুর রস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্লিয়ার স্যুপ।

 

মিষ্টি কুমড়ার স্যুপ

উপকরণ

মিষ্টি কুমড়া ১/২ কেজি

গাজর ২টা

লবণ পরিমাণ মতো

সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ

মাখন ২ চা চামচ

সেলারি ১/২ কাপ লম্বা পিস

রসুন কুচি ২ চা চমচ

পিয়াজ কুচি ২ টেবিল চা চামচ

পানি ৩ কাপ।

প্রণালি

একটি ফ্রাইপেনে বাটার হালকা গরম করে রসুন কুচি ও পিয়াজ কুচি লাল করে ভেজে তাতে মিষ্টি কুমড়া কিউব করে কেটে ৫ মিনিট কষিয়ে নিন। এরপর ৩ কাপ পানির সঙ্গে সেলারি ও গাজর, লবণ দিয়ে ২০ মিনিট মাঝারি আগুনে জ্বাল দিয়ে বেলেন্ডারে বেন্ড করে নিন। এরপর আবার ৫ মিনিট চুলায় অল্প আঁচে রান্না করে গরম গরম পরিবেশ করুন মজাদার মিষ্টি কুমড়ার স্যুপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর