শিরোনাম
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : ড্রিমি ওয়েডিং

পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ — ফারনাজ আলম

 

সমস্যা

আমি সাজগোজ করতে খুব ভালোবাসি। সব ধরনের পোশাকই পরি। মুশকিল হলো যে রকম ড্রেসই পরি না কেন সাজটা একই রকম হয়ে যায়। সামনে ভ্যালেন্টাইন, বয়ফ্রেন্ডের সামনে যাব কিন্তু ভিন্ন কিছু ভাবতে পারছি না। তার ওপর আমার চাপা নাক। কীভাবে মেকআপ করা উচিত?

— নিদ্রীতায় নিবির, চট্টগ্রাম

 

সমাধান

এমন সমস্যা অনেকেরই হয়। তাই মেকআপ করার আগে কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখুন। মেকআপ সম্পূর্ণ নির্ভর করে আপনি কী ধরনের এবং কী রঙের পোশাক পরবেন তার ওপর। তাই সবসময় খেয়াল রাখুন, পোশাক যদি জমকালো হয়, মেকআপ হবে হালকা। তবে, ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে মেকআপ আলাদা হবে। খুব বেশি কিছু নয়, শুধু চোখের আদলটা পরিবর্তন করলেই লুক বদলে যায়। শাড়ি বা চুড়িদার পরলে, আইলাইনার আর কাজল একটু বাইরের দিকে বের করে পরলেই আপনি পাবেন সাবেকি লুক। সঙ্গে গর্জিয়াস লুক আনতে উজ্জ্বল রঙের আইশ্যাডো লাগান। লাইট সিলভার, গোল্ডেন, ব্রোঞ্জ রঙের হাইলাইটারও ট্রাই করতে পারেন। চোখের নিচে কালো দাগ থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিন। মনে রাখবেন সবকিছুর মতো নাকের মেকআপও গুরুত্বপূর্ণ। তাই নাকের মেকআপ যেন বাদ না যায়। নাক চাপা হলে ব্রাউন শ্যাডো নাকের দুই পাশে লাগান। এতে নাকটা উঁচু মনে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর