প্রিন্ট ভার্সন
পোশাকে বর্ণমালা পোশাকে বর্ণমালা

ফাল্গুন তারুণ্যের উৎসব, ফাল্গুন তারুণ্যের অনুপ্রেরণা। এই ফাল্গুনের আগুনঝরা রোদে বাংলার দামাল ছেলেরা ইতিহাস রচিত করেছিল মাতৃভাষার নামে। মায়ের ভাষার জন্য রাজপথে রক্ত ঝরিয়ে ছিল বীর বাঙালি জাতি। সেই অমর একুশে চেতনা শুধু মায়ের ভাষাতেই সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে আছে বাঙালিয়ানার সংস্কৃতিতেও। একুশের চেতনায় বাঙালি শুধু মায়ের মুখের ভাষাতেই নয়, আপাদমস্তক নিজেকে সাজাতে চায় মাতৃভূমির…