শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

তারানা আনিস
চাইল্ড সাইকোলজিস্ট
এ্যাপোলো হসপিটালস, ঢাকা

মনোবিদের মুখোমুখি

সমস্যা :

আমার ছেলের বয়স ৩ বছর ৬ মাস। অতিরিক্ত চঞ্চলতা, হঠাৎ রেগে যাওয়া, কিছু চাওয়া মাত্রই না পেলে কান্নাকাটি, জিনিসপত্র ভাঙচুর করা, অন্যের হাতের বা দোকানে খেলনা না পেলে কান্না করা, এমনকি মাটিতে গড়াগড়িও করা তার অভ্যাস। অন্যদের হঠাৎ আঘাত করে বসে। ঘুম থেকে বার বার উঠে যায়। তাকে সাইকোলজিস্ট দিয়েও চিকিৎসা করানো হয়েছে। অবস্থা অপরিবর্তনীয় থাকায় আমাদের করণীয় সম্পর্কে পরামর্শ দিলে খুশি হবো।  — মাসুদ, উত্তরা

 

সমাধান :

আপনার শিশুকে বিভিন্ন রকম খেলাধুলায় আগ্রহী করে তুলতে পারেন। মিষ্টি, চকলেট, ক্যাফিন জাতীয় খাবার তালিকা থেকে বাদ দিন। শিশু রাগ করলে আপনি শান্ত থাকুন। তাকে আবেগ প্রকাশের জন্য কিছুটা সময় দিন। একই সঙ্গে বোঝার চেষ্টা করুন এই আচরণগুলো কেন ঘটাচ্ছে। শিশু চিৎকার করার পর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন, তার সঙ্গে ইতিবাচক কথা বলুন তাহলে আবার এমন ঘটার আশঙ্কা কমে যাবে। খেলনা দেখে চিৎকার করাটা তার আচরণ আর খেলনা পাওয়া তার ফলাফল। আপনি যদি শিশুটির এই আচরণের পূর্ববর্তী বা পরবর্তী ফলাফলের প্রতিক্রিয়াতে পরিবর্তন আনতে পারেন তাহলে এ রকম আচরণ করবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর