শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

মডেল : মিমি ছবি : ফ্রাইডে

সমস্যা :

আমার চুল বেশ কালো ও মসৃণ ছিল। কিন্তু স্টাইলিংয়ের জন্য বিভিন্ন হিটিং টুলস, স্প্রে ইত্যাদি ব্যবহার করতে করতে আমার চুল এখন লালচে হয়ে গেছে। রুক্ষতাও বেড়ে গেছে। কীভাবে আমি আমার পুরনো কালো ও মসৃণ চুল ফিরে পাব?

— তাহমিনা রিচি, গুলশান

 

সমাধান :

আজকাল বিভিন্ন পারলারগুলোতে তো বটেই, অনেকে আবার বাসায় এসব প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। এই সমস্যার সমাধানে কাস্টর অয়েল এবং নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে সপ্তাহে দুবার চুলে লাগাতে পারেন। এতে আপনার চুল কালো হবে। কয়েকদিন কোনো রকমের হিটিং টুলস কিংবা স্প্রে ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর চুলের সঠিকভাবে যত্ন নিন। রোদ ও ধুলোবালি থেকে চুল বাঁচাতে বাইরে বেরোনোর সময় অবশ্যই স্কার্ফ ব্যবহার করুন। চুলে চটজলদি শাইনিং আনতে হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর চায়ের লিকার দিয়ে চুল ধুতে পারেন। এজন্য বেশ খানিকটা পানিতে চা-পাতা ফুটিয়ে নিন। ফোটানোর পর যেন মোটামুটি ৫ কাপ পানি থাকে। এই লিকার ঠাণ্ডা করে ছেঁকে চুল ধুয়ে নিন। এতেও চুল কালো হয় এবং নিয়মিত ব্যবহারে আপনার শখের চুলের শাইনিংও ফিরে আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর