শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : ওমেন্স ওয়ার্ল্ড

সমস্যা :

আমার বয়স ২৩ বছর। আমার ত্বক ফর্সা তবে প্রচুর ব্রণ ও অ্যাকনে রয়েছে। অনেক সময় ব্রণ শুকিয়ে ত্বকে দাগ বসে যায়। এ ছাড়াও ত্বকে লালচে ভাব রয়েছে। এজন্য দেখতে খুবই বাজে দেখায়। আমার এমন ত্বকের জন্য প্রায়শই হতাশায় ভুগি। এমন ত্বকে কেমন মেকআপ হওয়া উচিত? 

— হাবিবা অরিন, যাত্রাবাড়ী

 

সমাধান :

এই বয়সে ব্রণের সমস্যা অস্বাভাবিক নয়। বয়সের তালে তালে অনেকের সমস্যা কমেও যায়। তবুও এ ধরনের সমস্যায় অবহেলা উচিত নয়। ডাক্তারের পরামর্শ নিন। যদি কসমেটিক্স থেকে সমস্যা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। ডাক্তারকে জানান, উনিই আপনার কসমেটিক্স সম্পর্কে বাতলে দেবেন। এবার আসি মেকআপে। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। এজন্য শুরুতেই ভালো করে মুখ পরিষ্কার করে নিবেন। এরপর ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এবার আঙ্গুলের ডগায় প্রাইমার নিয়ে মুখে ভালো করে ব্লেন্ড করে নিন। মুখের দাগ ঢেকে ফেলার জন্য কনসিলার ব্যবহার করুন। এবার একটা টিস্যু পেপার দিয়ে সারা মুখে আস্তে আস্তে চেপে দিন। বাড়তি মেকআপ টিস্যু শুষে নেবে। এবার লিকুইড ফাউন্ডেশন নিয়ে ট্রিপলিং ব্রাশ দিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এবার কমপ্যাক্ট পাউডার মুখে লাগিয়ে নিন। মেকআপ দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য সব শেষে ফিনিশিং স্প্রে লাগিয়ে ফেলুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর