শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাজের আগে

নূরজাহান জেবিন

সাজের আগে

ছবি : ফ্রাইডে

কেউ করেন শখে, কেউবা করেন প্রয়োজনে। মেকআপ এখন নিত্যপ্রয়োজন। কিন্তু গরমের সময় যত কাছে আসছে, মেকআপ নিয়ে তত ঝক্কি-ঝামেলা বাড়ছে। গরমে দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে অনেক সময় সাজটাই নষ্ট হয়ে যায়। সাজগোজের আগে কিছু বিষয় নজরদারি করলেই এ সময়ের সাজ হয়ে উঠবে লাবণ্যময়।

 

মেকআপের আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেওয়া জরুরি। না হলে ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসতে পারে না। তাই এ সময়টায় স্বাভাবিক ত্বকের জন্য দুধ ও মধুর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাবিং করতে পারেন। তৈলাক্ত ত্বকে টকদইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাবিং করতে পারেন। ত্বক পরিষ্কার করার ফেসওয়াশটাও কিন্তু এই তালিকায় পড়ে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক রুক্ষ হয়ে থাকলে মেকআপ না বসার সম্ভাবনাই বেশি। তাই মেকআপের আগে মুখে ও গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে ম্যাসাজ করুন। অনেক বিউটি এক্সপার্ট মেকআপের আগে প্রাইমার ব্যবহারের পরামর্শ দেন। প্রাইমার হলো মেকআপের বেজ। প্রাইমার ব্যবহারে মেকআপ দীর্ঘক্ষণ ভালো থাকে। মেকআপের আগে বার বার চেহারায় হাত দেওয়া উচিত নয়। এতে হাতের ময়লা ও তেল চেহারায় বসে যেতে পারে। চেহারায় ফাউন্ডেশন ধরে রাখতে ট্রান্সলুসেন্ট, কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন। তবে একটু খেয়াল করে বিবি ক্রিম, ফাউন্ডেশন অথবা কনসিলার লাগানোর পরই কেবল পাউডার লাগান। মেকআপে মসৃণতা আনতে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে মেকআপ ফেটে যাবে না, মলিন হবে না কিংবা গলে যাবে না। তবে মেকআপ করার জন্য অবশ্যই ভালো মানের মেকআপ ব্যবহার করুন। দাম হয় তো একটু বেশি পড়বে। কিন্তু ত্বকের ক্ষতি এড়াতে ও মেকআপ দীর্ঘস্থায়ী করতে এতটুকু খরচ করাই যায়।

মেকআপের আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা বাম লাগাতে পারেন। তবে লিপস্টিক লাগানোর আগে তা মুছে নিন।

প্রাইমার ব্যবহারের আগে মুখে গোলাপজল স্প্রে করে নিতে পারেন। মুখ শুকিয়ে এলে তবেই প্রাইমার ব্যবহার করুন।

প্রাইমার ব্যবহার করার পর কনসিলার এবং তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর