শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : সাফাওয়াত খান সাফু

সমস্যা :

আমি বেশ কয়েক দিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। সমুদ্রে সানবাথ করে শরীরে অসমান ট্যান হয়ে গেছে। মুখে একরকম কালো কালো ছোপ পড়ে গেছে। কী করব বুঝতে পারছি না। বডি ট্যান রিমুভ করার জন্য করণীয় কী? 

— অবন্তি রহমান, গুলশান।

সমাধান :

কক্সবাজার বেড়াতে গেলে, সানবাথ করলে ট্যান তো পড়বেই। কক্সবাজারের আবহাওয়া ত্বকের জন্য সুবিধার নয়। অনেকেই আবার ইচ্ছা করেই ট্যান করান। যাদের খুব ফরসা ত্বক তাদের ত্বক ট্যান হলে স্কিনে রেডিশ ভাব আসে। তবে হ্যাঁ, অসমান ট্যান মোটেও ভালো দেখায় না। কিন্তু রাতারাতি ত্বকের বদল হবে না। একটু সময় লাগবে। আপনি ভালো করে বডি স্ক্রাব ব্যবহার করুন। এতে শরীরের ট্যান আস্তে আস্তে হালকা হবে। সঙ্গে ভিটামিন ডি ট্যানিং লোশন ব্যবহার করতে পারেন। মুখে শসা ও আলুর রস একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। একটু শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ট্যানের সমস্যা অনেকটা কমে আসবে। অনেকে জানতে চান মেকআপ দিয়ে ট্যান ঢাকা সম্ভব কিনা! আসলে মেকআপ দিয়ে ট্যান ঢাকা মুশকিল। তবে ট্যান থাকাকালীন এক শেডের ডার্ক ফাউন্ডেশন লাগিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার লাগাতে পারেন। এতে আপনার ত্বকের অসমান ট্যান অনেকটা ঢাকা পড়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর