শিরোনাম
শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সঙ্গী হোক রঙিন ছাতা

সাইফ ইমন

সঙ্গী হোক রঙিন ছাতা

সময়টা বর্ষার দখলে। ঝুম বৃষ্টির বাইরেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে হামেশাই। তাই সঙ্গী হোক ছাতা। বলা যায় না কখন আবার বৃষ্টি নামে।

 

এক সময় প্রয়োজনে ছাতা ব্যবহার করলেও বর্তমানে এটি ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। কী গ্রীষ্ম কী বর্ষা, রোদ-বাদলের একচ্ছত্র রাজত্বে আপনার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহূত হতে পারে ছাতা।

 

ছাতা কেন ব্যবহার করবেন?

— রোদের তাপ থেকে রক্ষা পেতে।

— ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে শরীর ত্বককে বাঁচাতে।

— হঠাৎ ঝুম বৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে।

— রঙিন ছাতার মাধ্যমে নিজেকে আরও ফ্যাশনেবল করে তুলতে।

 

কেমন ছাতা কিনবেন?

বাজারে দেশি ছাতার পাশাপাশি বিদেশি ছাতার চাহিদাও রয়েছে। নানা রং এবং নকশার বিভিন্ন ব্র্যান্ডের ছাতা পাওয়া যায়। আপনাকে পছন্দের রঙের ছাতাটি বেছে নিতে হবে। তবে হ্যাঁ, ছাতা কেনার সময় অবশ্যই বয়স ও ব্যক্তিত্বকে বিবেচনায় রাখুন। একটু বয়স্ক হলে বড় কালো ছাতা ব্যবহার করত। এটি অপেক্ষাকৃত বেশি টেকসই। আর তরুণ হলে ভাঁজযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন। যদিও আকৃতিতে ছোট এবং সহজে বহনযোগ্য নানা রঙের ছাতা থাকায় ভাঁজ করা যায় এমন ছাতার জনপ্রিয়তা বেশি। এটি আপনার ব্যাগের মধ্যে অনায়াসে জায়গা করে নিতে পারে। এ ধরনের ছাতা ঝড় মোকাবিলায় পটু নয়। তাই ঝড় এলে সাবধান। শিশুদের জন্য উজ্জ্বল রং ও নকশার ছাতা রয়েছে।

 

কোথায় পাবেন?

নানা রং ও নকশার বিভিন্ন ব্র্যান্ডের ছাতা রয়েছে বাজারে। দামদরেও ভিন্নতা দেখা যায়। তবে যে জায়গা থেকেই ছাতা কিনুন না কেন, অপেক্ষাকৃত ভালো ব্র্যান্ডের ছাতা কিনবেন। এতে ঠকার সম্ভাবনা কম। দেশি ব্র্যান্ডের মধ্যে শরিফ ছাতা, এটলাস, রহমান, মুন এটলাস, ফিলিপস, চেরি, ব্রাদার্স, মার্টিন, স্টামফোর্ড, নওয়াব, গোল্ডফিশ বেশি বিক্রি হচ্ছে। ভারতীয় ছাতার মধ্যে শঙ্কর ছাতার চাহিদা বেশ ভালো। যে কোনো সুপারশপ বা মার্কেটে এসব ছাতা পেয়ে যাবেন। ঢাকার গুলিস্তান, নিউমার্কেট, বায়তুল মোকাররম, মিরপুর ১ ও ২ নম্বর, ফ্যাশন হাউস বিবি প্রোডাকশনস, বনানীর ফ্যাশন হাউস চন্দনসহ ছোট-বড় সব বাজারে দেশি-বিদেশি এসব ছাতা পাওয়া যায়।

 

দরদাম

ভালো ব্র্যান্ডের ছাতা কেনা যাবে ৬০০-৩০০০ টাকার মধ্যে এবং চায়না ছাতা কেনা যাবে ৩৫০-২০০০ টাকার মধ্যে।

 

খেয়াল রাখুন...

—  লক্ষ্য করুন ছাতার ওপরের দিক রঙিন হলেও নিচের দিকে যেন সাদা বা ধূসর হয়, কারণ এটি তাপ ও বৃষ্টি রোধ করে।

—  আট শিকের ছাতা না কিনে দশ শিকের ছাতা কেনা ভালো। এটি দীর্ঘস্থায়ী।

—  অ্যালুমিনিয়াম শিকের ছাতায় সহজে মরিচা পড়ে না।

—  ভেজা ছাতা ভালোভাবে শুকিয়ে ভাঁজ করে রাখা উচিত। এতে কাপড় ঠিক থাকে।

ছাতা এলোমেলোভাবে ভাঁজ করা যাবে না।

— সুইচযুক্ত ছাতা না কিনে ম্যানুয়াল ছাতা কেনা ভালো।

— শিশু ও বয়স্কদের জন্য লম্বা ধরনের ছাতাই ভালো। শিশুদের জন্য রঙিন ছাতা ভালো।

— বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট ব্যাগে রাখুন এবং ব্যাগে অবশ্যই ছোট একটি তোয়ালে রাখবেন।

— বর্ষায় মোবাইল ফোন রাখতে ওয়াটারপ্রুফ কভার বা ছোট প্যাকেট ব্যবহার করুন।

— হাতে একটু বেশি সময় নিয়ে বের হবেন, যেন তাড়াহুড়া করতে না হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর