শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সুগন্ধ ধরে রাখতে

সাইফ ইমন

সুগন্ধ ধরে রাখতে

গরম মানেই অস্বস্তি। প্যাচপ্যাচে ঘাম। একটু কাজেই হাঁপিয়ে ওঠা আর ঘামের দুর্গন্ধ তো নিত্যদিনের সঙ্গী। এ জন্য চাই ভালো মানের সুগন্ধি। কিন্তু সকালে পারফিউম লাগিয়ে বেরোলেন কিছুক্ষণ পরই আবার ঘামের দুর্গন্ধে অস্বস্তি! জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।

 

সুগন্ধি বা পারফিউম ব্যবহারের আগে ভালো মানের পারফিউম কিনা সেটার দিকে নজর দিন। কোন পারফিউমের গন্ধ স্থায়ী হবে, কোনটা কেমন ফ্লেভার সব বুঝে, দেখে শুনে কিনুন। পারফিউম ব্যবহারে কিছু নিয়ম অবলম্বন করুন, তবেই সারা দিন প্রাণবন্ত থাকতে পারবেন। পারফিউম দীর্ঘক্ষণ স্থায়ী করতে চাইলে গরম পানিতে গোসল করার পরই শরীরে স্প্রে করুন। গরম পানি রোমকূপের মুখ বড় করে। ফলে পারফিউম ত্বকে শোষিত হয় ভালো ও বেশিক্ষণ স্থায়ী হয়। সবসময় শরীরের নিচের অংশে পারফিউম লাগালোর চেষ্টা করুন। এতে অনেকক্ষণ স্থায়ী হবে। পারফিউমের হিট উপরের দিকেও উঠে আসে। যে কোনো গন্ধই ত্বকের থেকে চুলে অনেক বেশি স্থায়ী হয়। তাই চুলে পারফিউম স্প্রে করুন। তবে বেশি নয়। পারফিউমে থাকা অ্যালকোহলে চুলের ক্ষতি হতে পারে। পারফিউম ব্যবহারের আগে অনেকেই ঝাঁকিয়ে নেন। এটা মোটেও ঠিক নয়। ঝাঁকালে পারফিউমের সুগন্ধ তাড়াতাড়ি উবে যায়। অনেকেই শুষ্ক ত্বকে পারফিউম ব্যবহার করেন। শুষ্ক ত্বকের সুগন্ধ বেশিক্ষণ থাকে না। ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে তবেই পারফিউম লাগান। এতে গন্ধ স্থায়ী হবে। সুগন্ধ ধরে রাখতে চাইলে কোনো ঠাণ্ডা, অন্ধকার স্থানে রাখুন। ফ্রিজে পারফিউম রাখতে পারলে সবচেয়ে ভালো। দুটি ফ্র্যাগরেন্স লেয়ার করে সুগন্ধি তৈরি করতে পারেন। এতে নিজস্ব স্টাইলও হবে, আবার গন্ধ দীর্ঘক্ষণও থাকবে। পালস পয়েন্টে পারফিউম ব্যবহার করলে সুগন্ধ স্থায়ী হবে। তবে, পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর ঘষবেন না। এতে পারফিউম তাড়াতাড়ি উবে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর