শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চাই ব্যাগের যত্ন

নূরজাহান জেবিন

চাই ব্যাগের যত্ন

মডেল : সোমা

ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ ব্যাগ। নিত্যদিনের কাজে ব্যাগ অপরিহার্যও বটে। প্রয়োজনেই হোক বা ফ্যাশনে, ব্যাগের সৌন্দর্য ও মান ঠিক নিতে হবে যত্ন। এই যত্নটা নির্ভর করে ব্যাগের ব্যবহারের ওপর। যেমন পার্টি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ শুধু প্রয়োজনের সময়ই ব্যবহার করা হয় আর স্কুল ব্যাগ বা অফিস ব্যাগ আমরা প্রতিদিনই ব্যবহার করি। তাই পার্টি অথবা ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। কোনো ব্যাগ দীর্ঘদিন ধরে বদ্ধ জায়গায় সংরক্ষণ করলে কভার ব্যবহার করুন। আর নিত্যদিন ব্যবহারের ক্ষেত্রে আবহাওয়া দেখে ব্যাগ ব্যবহার করা উচিত। যেমন এখন বর্ষার সময় চামড়া বা কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার না করাই ভালো। এর বদলে কৃত্রিম উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার করা উচিত। এগুলো বেশ মসৃণ ও পিচ্ছিল হয়ে থাকে। ফলে বৃষ্টির পানি লাগলেও ব্যাগ সহজে নষ্ট হবে না। আবার কি উপাদানের তৈরি ব্যাগ তার ওপরও নির্ভর করে ব্যাগের যত্ন। চামড়ার তৈরি ব্যাগ নিয়মিত ব্যবহারের জন্য সবচেয়ে ভালো। তবে ভিজে গেলে ব্যাগের ওপর ছত্রাকের আবরণ তৈরি হতে পারে। তাই চামড়ার ব্যাগ কখনো ভিজে গেলে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন ছত্রাক না জন্মাতে পারে। কাপড়ের ব্যাগ কেনার সময় নিশ্চিত করতে হবে যে ভিতরে বক্রম ও নাইলনের মতো একটু শক্ত কিছু উপাদান আছে। মজবুতভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। নকশাদার ব্যাগ দেখতে সুন্দর তাই অনেকেই এই ধরনের ব্যাগ ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে খেয়াল রাখুন ব্যাগটি পরিষ্কার করার সময়। যেন নকশার কোনো ক্ষতি না হয়। পাটের ব্যাগ কেনার সময় রংচঙা দেখে নেওয়াই ভালো। কারণ রংবিহীন পাটের ব্যাগ সহজেই ময়লা হয়ে যায়। ধুয়ে পরিষ্কার করতে গেলে এগুলো চাকচিক্য হারায়। তাই এসব ব্যাগ ব্যবহারে সচেতন থাকতে হবে। ব্যাগের কোনো অংশে ময়লা লেগে গেলে পানি দিয়ে ওইটুকু জায়গা পরিষ্কার করে নিন এতে ব্যাগ চাকচিক্য হারাবে না।

 

আরও কিছু কথা

* ব্যাগে অতিরিক্ত ভারী জিনিস রাখলে হাতল ছিঁড়ে যেতে পারে।

* ব্যাগ টইটম্বুর করে চেইন আটকানোর চেষ্টা না করাই ভালো।

* প্রতিদিন যে ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে একটু গাঢ় রঙের ব্যাগ বেছে নেওয়া ভালো।

* শুকনো জায়গায় ব্যাগ সংরক্ষণ করুন।

* ব্যাগ সংরক্ষণের সময় ঝুলিয়ে রাখবেন না।

* তাই ব্যাগ কেনার সময় গুণগত মান যাচাই করে নিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর