শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
ক্যারিয়ার

বিদেশে উচ্চশিক্ষায় উইসডম

বিদেশে উচ্চশিক্ষায় উইসডম

ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কে না দেখে! কিন্তু মেধার লড়াই আর আসন সংকটের সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা নিয়ে অনেকেই হতাশায় ভোগেন। কিন্তু একটু সচেতন হলেই উপায় খুঁজে পাওয়া যায়। আমাদের দেশে একটু ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করতে যে টাকা গুনতে হয়, তার চেয়ে কম খরচে বিদেশ থেকে গ্র্যাজুয়েশন সম্ভব। আবার মেডিকেল ইউনিভার্সিটিগুলো থেকে এমবিবিএস শেষ করতে গেলেও গুনতে হয় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। ওয়ার্ল্ড র্যাংকিংয়ে থাকা মেডিকেল ইউনিভার্সিটি থেকে মাত্র ১৬ থেকে ২০ লাখ টাকা খরচে কমপ্লিট করা যায় এমবিবিএস। এরকমই সুযোগ দিচ্ছে উইসডম এডুকেশন। স্বল্প খরচে এবার ভিন দেশে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, মাস্টার্স, পিএইচডির মতো কোর্সগুলো করা সম্ভব। বিশেষ করে চীনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডাক্তারি পাসের সুবর্ণ সুযোগ রয়েছে। আইইএলটিএস ছাড়াই অল্প খরচে পড়াশোনা, ফ্রি হোস্টেল সুবিধাসহ রয়েছে বৃত্তির সুব্যবস্থাও। এ ছাড়া খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করে পাড়ি জমানো যায় ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায়। রয়েছে পার্টটাইম কাজের সুযোগও। যোগাযোগ করতে পারেন : ইউসডম এডুকেশন, ৬৮ পান্থ প্লাজা, লেভেল-৩, পশ্চিম পান্থপথ (ধানমন্ডি ৩২-এর কাছে)। মোবাইল : ০১৮২৯-৭৭২৫৫২।

সর্বশেষ খবর